গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, কুড়িগ্রাম
জাতীয় সঞ্চয় অধিদপ্তর
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
অর্থ মন্ত্রণালয়
http://savings.kurigram.gov.bd
সিটিজেনস চার্টার
১। ভিশন ও মিশন
ভিশনঃ আধুনিক সঞ্চয় ব্যবস্থাপনায় অর্থনীতিকে শক্তিশালীকরণ।
মিশনঃ অধিক সংখ্যক জনগণকে সঞ্চয়ে সম্পৃক্তকরণ এবং অটোমেশন চালুর মাধ্যমে জাতীয় সঞ্চয় আহোরণ বৃদ্ধি করা।
০২। সেবা প্রদান প্রতিশ্রুতি
২.১) নাগরিক সেবা
ক্র/নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সরকারি ফি পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সর্বোচ্চ সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল |
---|---|---|---|---|---|---|
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
১ |
ক) পরিবার সঞ্চয়পত্র বিক্রয়;
খ) ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র।
|
মৌখিক এবং লিখিত |
ক) নির্ধারিত ফরমে আবেদনপত্র; খ) ক্রেতার ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি; গ) ক্রেতার জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/জন্ম নিবন্ধন-এর সত্যায়িত ফটোকপি। ঘ) ক্রেতা কর্তৃক সত্যায়িত নমিনীর ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি। ঙ) নগদ অর্থ অথবা চেকের মাধ্যমে ক্রয়ের টাকা প্রদান; |
প্রযোজ্য নয়। |
ক) নগদ টাকার মাধ্যমে হলে একই দিনে;
খ) চেকের মাধ্যমে হলে সর্বোচ্চ ৩ (তিন) কর্ম দিবস। |
মোঃ রশিদুল ইসলাম সঞ্চয় অফিসার জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, কুড়িগ্রাম। ফোন: ৮৮-০৫৮১-৬১৩২৫ মোবাইল: +৮৮০১৭২১৭৬৯৮৬৫ ইমেইল: sokuri.nsd@gmail.com
|
২ |
পেনশনার সঞ্চয়পত্র |
মৌখিক এবং লিখিত |
ক) নির্ধারিত ফরমে আবেদনপত্র; খ) ক্রেতার ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি; গ) ক্রেতার জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/জন্ম নিবন্ধন-এর সত্যায়িত ফটোকপি। ঘ) ক্রেতা কর্তৃক সত্যায়িত নমিনীর ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি। ঙ) নগদ অর্থ অথবা চেকের মাধ্যমে ক্রয়ের টাকা প্রদান; চ) প্রাপ্ত আনুতোষিক ও ভবিষ্য তহবিলের চূড়ান্ত মঞ্জুরীপত্র এবং পেনশন বই-এর সত্যায়িত ফটোকপি অথবা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক পি.এস.সি -২ ফরম পূরন করে ইস্যু অফিসে জমা দিতে হবে। |
প্রযোজ্য নয়। |
ক) নগদ টাকার মাধ্যমে হলে একই দিনে;
খ) চেকের মাধ্যমে হলে সর্বোচ্চ ৩ (তিন) কর্ম দিবস। |
মোঃ রশিদুল ইসলাম সঞ্চয় অফিসার জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, কুড়িগ্রাম। ফোন: ৮৮-০৫৮১-৬১৩২৫ মোবাইল: +৮৮০১৭২১৭৬৯৮৬৫ ইমেইল: sokuri.nsd@gmail.com
|
৩ |
৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র (ব্যক্তির ক্ষেত্রে) |
মৌখিক এবং লিখিত |
ক) নির্ধারিত ফরমে আবেদনপত্র; খ) ক্রেতার ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি; গ) ক্রেতার জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/জন্ম নিবন্ধন-এর সত্যায়িত ফটোকপি। ঘ) ক্রেতা কর্তৃক সত্যায়িত নমিনীর ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি । ঙ) নগদ অর্থ অথবা চেকের মাধ্যমে ক্রয়ের টাকা প্রদান; চ) কর কমিশনার কর্তৃক |
প্রযোজ্য নয়। |
ক) নগদ টাকার মাধ্যমে হলে একই দিনে;
খ) চেকের মাধ্যমে হলে সর্বোচ্চ ৩ (তিন) কর্ম দিবস। |
মোঃ রশিদুল ইসলাম সঞ্চয় অফিসার জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, কুড়িগ্রাম। ফোন: ৮৮-০৫৮১-৬১৩২৫ মোবাইল: +৮৮০১৭২১৭৬৯৮৬৫ ইমেইল: sokuri.nsd@gmail.com
|
৪ |
৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র (প্রতিষ্ঠানের ভবিষ্য তহবিলের ক্ষেত্রে) |
মৌখিক এবং লিখিত |
ক) নির্ধারিত ফরমে আবেদনপত্র; খ) নগদ অর্থ অথবা চেকের মাধ্যমে ক্রয়ের টাকা প্রদান; গ) কর কমিশনার কর্তৃক ভবিষ্য তহবিলের স্বীকৃতিপত্র। ঘ) বোর্ড অব ট্রাষ্ট্রি কর্তৃক রেজুলেশন। |
প্রযোজ্য নয়। |
ক) নগদ টাকার মাধ্যমে হলে একই দিনে;
খ) চেকের মাধ্যমে হলে সর্বোচ্চ ৩ (তিন) কর্ম দিবস। |
মোঃ রশিদুল ইসলাম সঞ্চয় অফিসার জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, কুড়িগ্রাম। ফোন: ৮৮-০৫৮১-৬১৩২৫ মোবাইল: +৮৮০১৭২১৭৬৯৮৬৫ ইমেইল: sokuri.nsd@gmail.com |
৫ |
৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র
(আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৬ষ্ট তফসিল এর পার্ট এর অনুচ্ছেদ ৩৪ অনুযায়ী কর অবকাশপাপ্ত প্রতিষ্ঠানসমূহ) |
মৌখিক এবং লিখিত |
ক) নির্ধারিত ফরমে আবেদনপত্র; খ) নগদ অর্থ অথবা চেকের মাধ্যমে ক্রয়ের টাকা প্রদান; গ) কর কমিশনার কর্তৃক ভবিষ্য তহবিলের স্বীকৃতিপত্র। |
প্রযোজ্য নয়। |
ক) নগদ টাকার মাধ্যমে হলে একই দিনে;
খ) চেকের মাধ্যমে হলে সর্বোচ্চ ৩ (তিন) কর্ম দিবস। |
মোঃ রশিদুল ইসলাম সঞ্চয় অফিসার জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, কুড়িগ্রাম। ফোন: ৮৮-০৫৮১-৬১৩২৫ মোবাইল: +৮৮০১৭২১৭৬৯৮৬৫ ইমেইল: sokuri.nsd@gmail.com
|
৬ |
সঞ্চয়পত্র নগদায়ন |
নগদ অথবা পে-অর্ডার |
ক) যথাযথভাবে ডিজচার্জকৃত সঞ্চয়পত্র অথবা সঞ্চয়পত্রসহ মুনাফাকুপন;
খ) বোর্ড অব ট্রাষ্টি কর্তৃক সঞ্চয়পত্র নগদায়নের জন্য রেজুলেশন (শুধমাত্র প্রতিষ্ঠানের ক্ষেত্রে)।
|
প্রযোজ্য নয়। |
একই দিনে। |
মোঃ রশিদুল ইসলাম সঞ্চয় অফিসার জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, কুড়িগ্রাম। ফোন: ৮৮-০৫৮১-৬১৩২৫ মোবাইল: +৮৮০১৭২১৭৬৯৮৬৫ ইমেইল: sokuri.nsd@gmail.com
|
৭ |
ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু |
লিখিত |
ক) সাদা কাগজে আবেদনপত্র; খ) নিকটস্থ থানায় সাধারণ ডায়েরী-এর অনুলিপি; গ) ২ (দুই)টি বহুল প্রচারিত দৈনিক জাতীয় পত্রিকায় বিজ্ঞাপণ প্রদান; ঘ) ৩০০/- টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কর্তৃক হলফ নামা; ঙ) ৩০০/- টাকা মূল্যের নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে ইনডিমিনিটি বন্ড; চ) ক্রেতা/ক্রেতাদের এবং নমিনীদের প্রত্যেকের ২ (দুই) কপি করে পাসপোর্ট সাইজের ছবি; ছ) ট্রেজারী চালানের মাধ্যমে ১-১১৫১-০০০০-২৬৮১ কোডে নির্ধারিত অংকের ফি জমা; |
ট্রেজারী চালানের মাধ্যমে প্রতি স্ক্রিপের জন্য টকা ৫/- মাত্র। |
১ (এক) মাস; |
মোঃ রশিদুল ইসলাম সঞ্চয় অফিসার জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, কুড়িগ্রাম। ফোন: ৮৮-০৫৮১-৬১৩২৫ মোবাইল: +৮৮০১৭২১৭৬৯৮৬৫ ইমেইল: sokuri.nsd@gmail.com
|
৮। |
সঞ্চয়পত্র এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর |
লিখিত |
ক) পেইং অফিসার বরাবর সাদা কাগজে আবেদনপত্র; খ) সনাক্তকরণ রশিদের ফটোকপি |
প্রযোজ্য নয় |
৩ (তিন) কর্মদিবস |
মোঃ রশিদুল ইসলাম সঞ্চয় অফিসার জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, কুড়িগ্রাম। ফোন: ৮৮-০৫৮১-৬১৩২৫ মোবাইল: +৮৮০১৭২১৭৬৯৮৬৫ ইমেইল: sokuri.nsd@gmail.com
|
৯) |
ক্রেতার মৃত্যুতে মনোনীত নমিনী বা উত্তরাধিকারীগণকে অর্থ পরিশোধ |
লিখিত |
ক) নমিনী অথবা উত্তোরাধিকারী কর্তৃক পেইং অফিসার বরাবর সাদা কাগজে আবেদনপত্র; খ) ডাক্তার এবং স্থানীয় সরকার কর্তৃক ক্রেতার মৃত্যু সনদপত্র; গ) নমিনীর নাগরিকত্ব সনদ; ঘ) নমিনী বা উত্তরাধিকারী প্রত্যেকের ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি; ঙ) নমিনীর স্বাক্ষর সত্যায়িত সনদ; চ) যথাযথভাবে পুরনকৃত তদন্ত ফরম; ছ) নমিনী অথবা উত্তোরাধিকারী অপ্রাপ্ত বয়স্ক হলে পারিবারিক আদালত কর্তৃক অভিভাবক সনদ;
|
প্রযোজ্য নয় |
১৫ (পনের) কর্মদিবস |
মোঃ রশিদুল ইসলাম সঞ্চয় অফিসার জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, কুড়িগ্রাম। ফোন: ৮৮-০৫৮১-৬১৩২৫ মোবাইল: +৮৮০১৭২১৭৬৯৮৬৫ ইমেইল: sokuri.nsd@gmail.com
|
|
|
|
|
|
|
|
৩) অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি (GRS)
ক্র/নং |
কখন যোগাযোকরবেন |
যোগাযোগের ঠিকানা |
নিস্পত্তির সময়সীমা |
১ |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সমাধান দিতে ব্যর্থ হলে
|
GRS ফোকাল পয়েন্ট কর্মকর্তা নাম ও পদবি: Md Abu Talha উপ-পরিচালক, জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয় ,Rangpur। ফোন:88-0521-65689 মোবাইল: 88-01712779604 ইমেইল: talhansd@gmail.com ওয়েব পোর্টাল: প্রতিষ্ঠানের ওয়েব পোর্টালে GRS লিঙ্ক |
১৫ (c‡bi) Kvh©w`em |
২ |
GRS ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাথান দিতে ব্যর্থ হলে |
জনাব আয়েজউদ্দিন আহমেদ পরিচালক (প্রশাসন) জাতীয় সঞ্চয় অধিদপ্তর, ঢাকা। ফোন: +৮৮-০২-৯৫৮৮৪১০ মোবাইল: +৮৮০১৭৩১৮৯৩৮০৬ ইমেইল: ayezuahmed@yahoo.com |
১৫ (c‡bi) Kvh©w`em |
৪) আপনার কাছে আমাদের প্রত্যাশা
ক্রমিক নং |
প্রতিশ্রুতি/কাঙ্খিত সেবা প্রাপ্তির লক্ষে্য করণীয় |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১) |
নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে পূরণকৃত আবেদন জমা প্রদান |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২) |
সঠিক মাধ্যমে প্রয়োজনীয় ফিস পরিশোধ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, কুড়িগ্রাম। http://savings.kurigram.gov.bd
সিটিজেন চার্টার ১। ভিশন ও মিশন
ভিশনঃ আধুনিক সঞ্চয় ব্যবস্থাপনায় অর্থনীতিকে শক্তিশালীকরণ।
মিশনঃ অধিক সংখ্যক জনগণকে সঞ্চয়ে সম্পৃক্তকরণ এবং অটোমেশন চালুর মাধ্যমে জাতীয় সঞ্চয় আহরণ বৃদ্ধি করা।
০২। সেবা প্রদান প্রতিশ্রুতি
অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি (GRS)
আপনার কাছে আমাদের প্রত্যাশা
করা |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
৩) |
সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থত থাকা। |