Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

 

 

·        সেবার নাম ও সেবা পাওয়ার ধাপসমূহঃ

 

 ক্রমিক নং

সেবার নাম

সেবা পাওয়ার ধাপসমূহ

০১

সঞ্চয়পত্র ক্রয়

১। আবেদন ফরম পূরণ

২। আবেদন ফরম উপস্থাপন, টাকা জমা করে এগুলো ক্রয় করা হয়।

৩। আবেদন ফরমের সাথে সংযুক্তিকরণ

৪। আবেদন ফরমে স্বাক্ষর

৫। সোনালী ব্যাংকে টাকা জমা প্রদান করতঃ জমা রসিদ উপস্থাপন (নগদ অর্থ,চেক, ডিডি, পে-অর্ডার, এর মাধ্যমে সরকারী হিসাবে টাকা জমা দান সাপেক্ষে)       

৬। সার্টিফিকেট ইস্যু

৭। প্রাপ্তি স্বীকার স্বাক্ষর প্রদান।

০২

সঞ্চয় পত্রের মূনাফা প্রদান

মাসিক, ত্রৈমাসিক কূপনের ভিত্তিতে সোনালী ব্যাংকের ডেবিট ভাউচারের মাধ্যমে নগদ মূনাফা প্রদান করা হয়।

তবে ক্রেতার অসুস্থতাজনিত কারণে ক্রেতার ক্ষমতার্পন পত্রের মাধ্যমে মনোনীত ব্যক্তিকে মূনাফা প্রদান করা হয়।

০৩

সঞ্চয়পত্র নগদায়ন

মেয়াদ পূর্তিতে সোনালী ব্যাংকের ডেবিট ভাউচারের মাধ্যমে নগদায়ন প্রদান করা হয়।

তবে মেয়াদ পূর্তির পূর্বেও বিশেষ ক্ষেত্রে সঞ্চয়পত্রের নগদায়ন করা যায়।

সঞ্চয়পত্র নগদায়নের সময় ক্রেতাকে স্ব-শরীরে উপস্থিত থাকতে হবে।

০৪

ডুপিস্নকেট ইস্যু         

সঞ্চয়পত্র হারিয়ে গেলে, পুড়ে গেলে অথবা আংশিক বিনষ্ট হয়ে গেলে ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু করা হয়।

সঞ্চয়পত্র হারিয়ে গেলে বা পুড়ে গেলে অত্র অফিসকে তৎÿণাৎ অবহিত করতে হবে।

স্থানীয় থানায় জিডি করতে হবে।

কমপক্ষে ০২টি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে।

চালানের মাধ্যমে ডুপিস্নকেট ইস্যুর ফি- সরকারী কোষাগারে জমা দিতে হবে।

এরপর জিডির কপি,পত্রিকায় বিজ্ঞাপ্তির কাটিং ও১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত হল্ফ নামা সহ অত্র অফিসে এসে আবেদন করতে হবে।

আবেদন প্রাপ্তির এক মাস পর ডুপ্লিকেট সঞ্চয় পত্র ইস্যু করা হয়।

০৫

আর্থিক স্বচ্ছলতার সার্টিফিকেট প্রদান

ক্রেতাকে তার বিনিয়োগকৃত অর্থের  বিপরীতে প্রযোজ্য ক্ষেত্রে আর্থিক স্বচ্ছলতার সার্টিফিকেট প্রদান করা হয়।

০৬

উৎসে কর কর্তনের সার্টিফিকেট প্রদান

ক্রেতাকে তার সঞ্চয়পত্রের লভ্যাংশ প্রদান করলে উৎসে কর কর্তনের সার্টিফিকেট প্রদান করা হয়।

০৭

বাংলাদেশ প্রাইজবন্ডের ফলাফল প্রদান

প্রতি ০৩ (তিন) মাস অমত্মর বাংলাদেশ প্রাইজবন্ডের ড্রয়ের ফলাফল প্রদান করা হয়।