শিরোনাম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল- এঁর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠান।
বিস্তারিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল- এঁর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে দিনের শুরুতেই শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সরকারি দপ্তর প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ জেলার আপামর জনসাধারণ এসময় শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে তারুণ্যের এর এই অগ্রদূতকে স্মরণ করেন ও তার রূহের মাগফেরাত কামনায় দোয়া করেন।। এরপর তার বর্ণাঢ্য কর্মজীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব সৈয়দা জান্নাত আরা, জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব জাফর আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র জনাব কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি কলেজের অধ্যক্ষ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিভিন্ন ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।