1971 সালে মহানন মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যেোগে 1972 সালে ‘‘ জাতীয় সঞ্চয় পরিদপ্তর ‘’ প্রতিষ্ঠা হয়। দপ্তরটির সঞ্চয় সংশ্লিষ্ট কার্যক্রম এবং এর কলেবর বহুগুন বৃদ্ধি পাওয়ায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2014 সালে জাতীয় সঞ্চয় পরিদপ্তরকে ‘জাতীয় সঞ্চয় অধিদপ্তরে’ উন্নীত করেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এখন বিশ্ব ব্যবস্থায় অন্যতম রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। শুধু তাই নয় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আজ অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ। জাতীয় সঞ্চয় অধিদপ্তর সাধারণ ও স্বল্প আয়ের মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে থাকে। জনগণের সঞ্চয় সংশ্লিষ্ট বিকাশমান ভাবনাকে বিনিয়োগে পরিণত করে দেশ ও জাতির কল্যাণ এবং অর্থনৈতিক লক্ষ্য অর্জন নিশ্চিত করা সম্ভব। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং প্রবৃদ্ধির হার কাঙ্খিতমাত্রায় উন্নীত করতে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে উৎসাহিত করে প্রান্তিক আয়ের মানুষের হাতকে শক্তিশালী করতে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মাঠ পর্যায়ের অফিস বদ্ধপরিকর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস